বিজ্ঞাপন দিন

জলঢাকায় অগ্নিকান্ডে ১১টি হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই

জলঢাকা প্রতিনিধি : জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের খানাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নীলফামারীর ১১ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের ২৫টি টিনের বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ধান চাল পাট,তামাক ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে স্বদেশ চন্দ্র রায়ের বাড়ির বিদ্যুতের সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটলে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে ওই গ্রামের আরো ১৭ পরিবারের বসতঘর রক্ষা পায় বলে কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু জানান। স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের অধ্যাপক গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারের প্রতিজনকে সরকারিভাবে ২০ কেজি করে চাল, নগদ দুই হাজার করে টাকা বিতরণ করা হয়।