বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্কুলের জমি দখলমুক্ত করতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ।

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় স্কুলের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দীর্ঘদিন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও তার পরিবারের সদস্যরা দখলে নেওয়ায় এ মানববন্ধন কর্মমুখী পালন করা হয়। পৌর শহরের জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত দুই ঘন্টার মানববন্ধনে প্রতিষ্ঠানের ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।এসময় রাস্তার দুই ধারে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও তার পরিবারের নিকট দখলেে থাকা স্কুলের জমি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে। এতে বক্তব্যে রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ, অভিভাবক আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের নেতা জাহিদ নয়ন, মাহিদুর চৌধুরী প্রধান শিক্ষিকা লায়লা বেগম প্রমুখ। আগামী ৭ দিনের মধ্য স্কুলের দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষনা করা হয়