বিজ্ঞাপন দিন

জলঢাকায় আট জুয়াড়ির ১ মাসের জেল

ভ্রাম্যমান সংবাদদাত : নীলফামারীর জলঢাকায় জুয়া খেলা অপরাধে ৮ জন জুয়াড়িকে ১ মাসের জেল দিয়েছে ভ্রম্যমান আদালত। গতকাল (শুক্রবার) ১৬ সেপ্টেম্বর রাত ১১টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ হাটের অদুরে জুয়া (ফারগুটি) খেলার আসর বসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ীকে আটক করে। রাতেই ঘটনা স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেট মুহা.রাশেদুল হক প্রধান এর আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো-দক্ষিণ বেরুবন্দ গ্রামের সোলেমানের ছেলে আনারুল ইসলাম (২৫),একই গ্রামের করিমুদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), মজিবর রহমানের ছেলে আনারুল হক (৪০),অলিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩০),জফির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (২৬), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৭), ছামছুল হকের ছেলে কবির হোসেন (৩০) ও আব্দুল আজিজের ছেলে জিয়ারুল ইসলাম (২৮)। এ সময় জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। গভীর রাতে সেখানে শত শত গ্রাম বাসীর উপস্থিত ছিল। জুয়ার বিরুদ্ধে এরুপ অভিযান পরিচালনা করায় ভুয়শী প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা.রাশেদুল হক প্রধান। আজ শনিবার সকালে আসামীদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।