বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক

কিশোরগঞ্জ প্রতিনিধি : নীলফামারী জেলার কিশোরগঞ্জে একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে এক যুবক আহত ও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে উপজেলার রণচন্ডি ইউনিয়নের রণচন্ডি কামালের ষ্ট্যান্ডের কাছে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭০২৯) ব্রেক ফেল করে তবার উদ্দিনের ছেলে মোহাব্বত আলীর মুদি দোকানের ভিতর প্রবেশ করে।

দোকানের সামনে দাড় করা একটি নতুন ফ্রিডম রানার ৫৫সিসি মোটর সাইকেলের উপর দিয়ে গেলে মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। দোকানের সামনে বসে থাকা ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে অকিনুর রহমান (২২) নামে এক যুবক দোকানে খরচ করতে এসে ট্রাকের গতি দেখে পালিয়ে যাবার চেষ্টা করলেও ঘাতক ট্রাক তাকেও ধাক্কা দিলে ট্রাক ও গাছের ধাক্কায় ঘটনাস্থলে আহত হয়ে পড়ে থাকে।

পরে এলাকার লোকজন দৌড়ে এসে আহত অকিনুর রহমানকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ট্রাকের ড্রাইভারকে আটক করতে পারেনি এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে ট্রাক হেফাজতে রাখে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।