বিজ্ঞাপন দিন

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন জামায়াতের নতুন আমির

জল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে থাকা মকবুল আহমাদ। সোমবার (১৭ অক্টোবর) সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সামনে তিনি শপথ গ্রহণ করেন।

তাকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম। জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেন। তিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর স্থলাভিষক্ত হলেন। এদিকে শপথ নিয়েই মকবুল আহমাদ জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর দোয়া কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল অবিসংবাদিত নেতাদের স্মরণ করেন।