বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১২ কৃষক দলকে পাওয়ারটিলার বিতরণ

ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্ত্বরে আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১২ টি কৃষকদলের পাওয়ার টিলার বিতরন করা হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। আমন্ত্রতি অতিথি ছিলেন-জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, প্রকৌশলী হারুন-অর-রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উদ-জ্জামান, খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সমবায় অফিসার আকতার হোসেন, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, ডাউয়াবাড়ী ইউ’পি চেয়ারম্যান রোকনুজ্জামান, খুটামারা ইউ’পি চেয়ারম্যান আবু সাঈদ শামীম প্রমূখ।

বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে জলঢাকার কৃষির ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী এ বিতরণ অনুষ্ঠানে কৃষিতে যান্ত্রিকীকরণে গুরুত্বারোপ করাসহ কৃষক বান্ধব সরকারের কৃষিতে উন্নয়নের সাফল্যগাঁথা প্রধান অতিথি তার বক্তব্যে তুলে ধরেন। ১৫ হাজার টাকা জামানত ও ৫ হাজার টাকা ভাড়া মোট ২০ হাজার টাকা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা প্রদান করে পৌরসভাসহ ১১টি ইউনিয়নের কৃষকদল এ পাওয়ার টিলার পাওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য অফিসের সর্বস্তরের ও কর্মচারীবৃন্দ।