বিজ্ঞাপন দিন

জলঢাকায় আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে আলোচনা সভা

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কক্ষ পরিদর্শকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে জলঢাকা  বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ন বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ারেজ আলীর সভাপতিত্বে অনুুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আশরাফ -- উজ -- জামান সরকার, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ছীট মিরগন্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশীদ, টেংগনমারি স্কুলের প্রধান শিক্ষক আশিকুর রহমান, প্রধান শিক্ষক ছাইদার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নুরুজ্জামান হক। এবারে জলঢাকায় ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসিতে মোট ৬৮২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে