বিজ্ঞাপন দিন

কবি এম. রাশেদুজ্জামান তাওহীদ এর একগুচ্ছ ছড়া ও কবিতা। ০৬ অক্টোবর ,২০১৬





সমাধান
এম. রাশেদুজ্জামান তাওহীদ

তীব্র যন্ত্রণায় অশান্তির পৃথ্বী
জ্বলছে আমার,
সংকোচন ব্রংকো নালীতে
আটকে গেছে শ্বাস,
দম না ফেলানোর কষ্ট
ঘুণ পোকার মত কুড়ে কুড়ে খাচ্ছে আমায়।

আমি বুঝতে পারছিনা
কেউও বুঝতে পারছে না আমাকে!
পারা না পারার দ্বন্দ্বের সীমাহীন পাহাড়
ডিঙিয়ে ডিঙিয়ে ক্লান্ত আমি।

আমি কি করবো কি করবোনা
এর সমাধান নেই প্রকাশনীর কোন গণিতে,
নিরুত্তর ধরনীর জড়ো বস্তুগুলো ঠাট্টা করছে আমায়।
ইলেকট্রিক শকের মত সে বিদ্রূপ
ধ্বংস স্তুপে পরিণত করছে আমার সেরিব্রাল মেমব্রেন।

আমি বলবোনা বলতেও পারছিনা
কিরূপ আশান্ত কষ্টগুলো
বারংবার তুষ পোড়া করছে আমায়।

শোকের মাতমে তবু সাহসের সঞ্চার বুনি
বিশ্বাস রাখি স্রষ্টার,
দু'হাতের খোলা মুষ্টিতে প্রার্থনা করি
এ জীবন জিজ্ঞাসার সমাধান খুঁজতে।

বাংলাদেশ
এম. রাশেদুজ্জামান তাওহীদ

শ্যামল মাটির সম্ভাবনার
নন্দিত এই দেশ,
মন রাঙানো নিপুণ ছবির
সোনার বাংলাদেশ।

পাখপাখালির গানের মেলা
কি অপরূপ রূপের খেলা
দেখতে লাগে বেশ!

কোথায় পাবে এমন সুধা
প্রিয় বাংলাদেশ?

নীল গগনের নীলিম ছবি
দূর আকাশে সোনার রবি
কোথায় পাবে আর -

এদেশ আমার জন্মভূমি
নেই তুলনা যার।

বিশ্ব প্রেমিক
এম. রাশেদুজ্জামান তাওহীদ

আমি বিশ্ব প্রেমিক
আমার বুকে দেখনা কত প্রেম!
আমি নানান প্রেমের নানান রকম
তৈরী করি ফ্রেম।

আমি খোদার প্রেমে জীবন বিলাই
দেশপ্রেমিক একজন,
বাবার প্রেমে মায়ের প্রেমে
কোমল আমার মন।

আমি অসহায়ের প্রেম কিনতে
হাত মিলে দেই হাতে,
প্রতিবেশীর প্রেমিক হয়ে
মিলবো সবার সাথে।

আমি শত্রুদের ও প্রেম কিনে নেই
প্রতিশোধের মূল্যে,
প্রেম দিয়ে সব বন্ধু বানাই
রাগ হবে কেউ শুনলে?

আমি এই পৃথিবীর আকাশ মাটি
সকল কিছুর সাথে,
ন্যায্য প্রেমের হিসাব কষি
সেদিন নিঝুম রাতে।

কোন প্রেমই আমার কাছে
নয় কখনো তুচ্ছ,
হোক না সেটা শুভেচ্ছাতে
প্রিয়ার গোলাপ গুচ্ছ।

আমি বাংলাদেশের প্রেম খুঁজে নেই
শিল্পী-কবির গানে,
সে প্রেম দিয়ে গড়বো জীবন
স্বপ্ন বাজে কানে।

সুখের সন্ধানে
এম.রাশেদুজ্জামান তাওহীদ

এই দেশে সুখ নেই
সুখ গেছে হারিয়ে,
সুখ গেছে প্লেন চড়ে
বহুপথ মাড়িয়ে।

সুখ নেই সংসারে
আছে শুধু দ্বন্দ্ব,
নেতাদের সুখ মানে
লাশ আর গন্ধ।

দেশটাতে সুখ নেই
সুখ নেই আমলার,
রোদে পুড়ে সুখ নেই
শতশত কামলার।

সুখ নেই সংসদে
সুখ নেই বাইরে,
সুখ পাখি খুঁজে ফিরে
দেশ হলো ছাঁইরে।

বিবর্তন
এম. রাশেদুজ্জামান তাওহীদ

যুগ টা এখন বদলে গেছে
কালের বিবর্তনে,
সেই কথাটাই ক'দিন থেকে
ভাবছি ক্ষণেক্ষণে।

ভালো কথার দাম মেলেনা
ভালো উপদেশের-
নিজে নিজেই সবাই বড়
বিখ্যাত হই দেশের।

কেউ কারো চেয়ে কম বোঝেনা
কম খাটেনা মাথায়,
কারো চেয়ে কারো হিসাব
কম লেখা নেই খাতায়।

সবাই এখন কথা বেচে
কথার মালা গেঁথে,
হোক না সঠিক কিংবা বেঠিক
কি আসে যায় এতে।

পণ্ডিত এখন ঘরে-ঘরে
সবাই সবার স্যার,
বিবর্তনের এমন  ধারায়
যায়না বাঁচা আর!