বিজ্ঞাপন দিন

জলঢাকায় দলিল লেখক সমিতির আহমেদ হোসেন ভেন্ডার সভাপতি ও মোস্তাফিজার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচনে আহম্মেদ হোসেন ভেন্ডার সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ সময় জলঢাকা সাব-রেজিষ্ট্রার মনিরুজ্জানের পক্ষে অফিস সহকারী আজগার আলী উপস্থিত ছিলেন । সাব-রেজিষ্টার অফিস প্রাঙ্গনে গত শুক্রবার সকালে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা পর্যন্ত এর কার্যক্রম চলে। অন্যান্য যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-সহ সভাপতি পুলিন চন্দ্র, সহকারী সম্পাদক হাছানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আলম জিকু, কোষাধক্ষ রেয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজার রহমান, সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, অহিদুজ্জামান দুলাল ও জাহাঙ্গীর আলম। সমিতির ৯১ সদস্যের সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। দলিল লেখক রমজান আলী ভেন্ডারের সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন-অফিস সহকারি আজগার আলী, সাবেক সভাপতি আমজাদ হোসেন, আলেফনুর সরকার, নকল নবিশ মজিবর রহমান,শাহ আলম প্রমুখ। তিন বছরের জন্যে এই কমিটি গঠন করা হয়। নব-নিবাচিত সভাপতি আহম্মেদ হোসেন ভেন্ডার ১৯৮৬ সালে অত্র অফিসে ভেন্ডার হিসেবে কাজ শুরু করেন। ২০০২ সাল থেকে দলিল লেখক হিসেবে কাজ করে আসছেন এবং ২০৯১ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ১৯৮৩ সালে ভেন্ডার হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৮৭ সাল থেকে দলিল লেখক হিসেবে কাজ করে আসছেন। তিনি ২০১৩ সালে প্রত্যক্ষ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কোষাধক্ষ রেয়াজুল ইসলাম ১৯৯০ সাল থেকে দলিল লেখক হিসেবে কাজ করে আসছেন। তিনি ইতিপূর্বে একবার কোষাধক্ষ নির্বাচিত হয়েছিলেন। নব-নির্বাচিত কমিটি সকলের সগযোগিতা কামনা করছেন।