ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। আজ ৫ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় আ’লীগ কার্যলয়ে, উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু’র সভাপতিত্বে-প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড.মমতাজুল হক।
এ সময় বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান,জেলা কৃষকলীগ সভাপতি ও জর্জ কোর্টের পিপি এ্যাড.অক্ষয় কুমার রায়, জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু দ্বিপেন্দ্র নাথ সরকার,নীলফামারী পৌর আ’লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ। বক্তরা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান।