বিজ্ঞাপন দিন

জলঢাকায় কাজী সহ কনে'র বাবার জেল

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাল্য বিবাহ রেজিস্ট্রেশন এবং বিয়ের আয়োজন করার অপরাধে কাজী সহ কনে'র বাবাকে ৭ দিনের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ ম্যাজিষ্টেড ও উপজেলা নির্বাহী অফিসার মুহঃরাশেদুল হক প্রধান।

শুক্রবার রাতে নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সুরির মোড় থেকে ৭ ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আসর থেকে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা বিবাহ রেজিস্ট্রেশনকারী কাজী,বালাগ্রাম গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের ছেলে বেলাল হোসেন(৩৫) ও কনে'র বাবা পূর্ব বালাগ্রাম গ্রামের মৃত্যু বুদারু মামুদের ছেলে রফিকুল ইসলাম(৩৫)কে আটক করে পুলিশ।

পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল প্রদান করা হয়।তবে কাজী আটক এবং জেল প্রদানের ঘটনাটি জলঢাকায় এই প্রথম।নির্বাহী অফিসারের এই মহৎ কাজকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।