বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বরসতী পূজায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জলপদ্ম সাহিত্য পরিষদের ব্যাপক আয়োজন

মানিক লাল দত্ত, নীলফামারী : “স্বরসতী মোহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে।।” নীলফামারীর জলঢাকায় পহেলা ফেব্রুয়ারী বিদ্যার দেবী সনাতন ধর্মীয়দের স্বরসতী পূজাঁ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রার্থনার জন্য ব্যাপকভাবে আয়োজন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জলপদ্ম সাহিত্য পরিষদ। বেলপাতা, তুলসী পাতা আর ফুল দিয়ে বিদ্যার দেবীকে স্বরণ করতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির গুলোতে চলছে দেবীকে সন্তুষ্ট করার ব্যাপক প্রস্তুতি। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মলেন্দু রায়, সাধারণ সম্পাদক নিরঞ্জণ রায় রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক উৎপল ভট্টাচার্য, কবি বিমল চন্দ্র অসীম বলেন, বিদ্যাদায়িনী দেবী মা-স্বরসতী তার ভক্তদের শুভ্র ও নির্মল বিদ্যা দানের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হন। এবং ভক্তদের বিদ্যাবুদ্ধি অর্পণ করেন। অপরদিকে জলপদ্ম সাহিত্য পরিষদের আয়োজনে বিদ্যালয় গুলোতে পূজা আর্চনায় ব্যস্ত সময় কাটাবেন সাহিত্য মোদিরা। জলপদ্মের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক সীমান্ত রায় বলেন, নিছিদ্র নিরাপত্তার আলোকে এ পূঁজা অনুষ্ঠিত হবে, মা- স্বরসতীর প্রার্থনায় ভক্তকুল।