বিজ্ঞাপন দিন

“জলঢাকায় এক মামলা বাজের খপ্পরে” তিনটি পরিবার নাজেহাল!

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী) নীলফামারীর জলঢাকায় এক মামলাবাজ মহিলার খপ্পরে পড়ে ৩ টি পরিবার মানবেতর জীবন-যাপন করছে বলে বুধবার একটি অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে প্রকাশ, উপজেলার দক্ষিণ কাজিরহাট ৯ নং ওয়ার্ড পন্ডিত পাড়ার আমিনুর রহমানের স্ত্রী আফরোজা বেগমের (৩৭) সাথে ২ শতক জমি নিয়ে পারিবাকি জটিলতা একই এলাকার আক্তারুল ইসলামের বাবা আব্দুল করিমের (৬০) সাথে। এরই জের ধরে অচানক গেল বছরের ৩০ মে নিজ বাড়ী দেখিয়ে নিজেকে নির্যাতিতা বলে দাবী করে ২০০০ সালের নাঃশিঃনিঃ দমন আইনের (সংশোধনী/০৩) এর ৯ (৪) (খ) ৩০ ধারায় নীলফামারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে গেল বছরের ৬ জুলাই ৩ জনকে আসামী বানিয়ে একটি মামলা রুজু করে। মামলায় উল্লেখ রয়েছে, একজনের নির্যাতনের কথা উল্টো ৩ টি পরিবারের লোককে একই বিষয়ে জরিয়েছে। এ বিষয়ে মামলাবাজ আফরোজা বেগম (৩৭) স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেও অভিযোগের সত্যতা না থাকায় বিষয়টি থানা পুলিশ আমলে নেয়নি। এলাকাবাসী সাংবাদিকদের জানান, ঘটনাটি জমি সংক্রান্ত অথচ মামলাটি নারী ও শিশু নির্যাতনের।