বিজ্ঞাপন দিন

ডিমলায় দুই দিন ওয়াজ মাহফিলের সমাপনী দিন।

মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: ২দিন ব্যাপী ৩বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ মাহফিল। গতকাল ছিল সমাপনী দিন। নীলফামারীর ডিমলাম উপজেলার ৮ নং ঝুনাগাছচাপানী ইউনিয়ানের ৭ নং ওয়ার্ড,দক্ষিন সোনাখুলী ( শালতলা) ঈদগাহ্ও আলিম মাদ্রাসা মাঠে।দক্ষিন সোনাখলী ( শালতলা) জামে মসজিদের দ্বি- তল ভবন নির্মাণকল্পে দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজ সমাপনী দিবস। উক্ত মাহফিলে জনাব মোঃ আবুল হোসেন সাবেক ইউ,পি,সদস্য ও সর্দার দক্ষিন সোনাখুলী (শালতলা)জামে মসজিদ সভাপিতেত্ব, সভা মাহফিলে উদ্বোধক হিসাবে ছিলেন- জনাব মাঃ কাজী আইয়ূব আলী, সহকারী সুপার দক্ষিন সোনাখুলী দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৮ নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন। প্রধান মুফাস্ সীর হিসাবে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেন।প্রক্ষত আলেমেদী,মিষ্টি ভাসী - হযরত মাঃলানা নুরুল আমিন- অধ্যাপক,পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা,রংপুর ও মহাসচিব, বাংলাদেশ জাতীয় মাফাস্সীর পরিষদ। বিশেষ মুফাসসীর হিসাবে তাফসির পেশ করেন। 

হযরত মাঃ মিজানুর রহমান ( সালেহী) সহ- সাংগঠনিক - সম্পাদক, বাংলাদেশ জাতীয় মাফাস্সীর পরিষদ রংপুর বিভাগ। জনাব মোঃ হাসানুর রহমানেরর সনঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জনাব আলহাজ্ব সেলিম সরকার লেবু, সদস্য জেলা পরিষদ নীলফামারী, মোঃ মাহবুবার রহমান, অধ্যাপক,তিস্তা কলেজ, জনাব ডাঃ আব্দুল মাতিন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক চাপানী সহ প্রমুখ। আমন্রীত অতিথি বৃন্দ, পৃষ্টপোষকতায় সকল সদস্যবৃন্দ, সার্বিক তত্ত্বাবদানের সকল সদস্য বৃন্দ, ব্যবস্হাপনা কমিটির সকল সদস্য বৃন্দ সহ হাজার হাজার ইসলাম প্রিয় নারী ও পুরুষের উপস্থিতে মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপুর্ণ হয়ে, রাস্তার চরতুর দিকে লোকে লোকালয় হয়ে যায়। সন্ধা থেকে শুরু করে রাত বারটা পযন্ত বিশেষ মুফাসসীর প্রধান মুফাসসীর তাফসীর পেশ করুন।প্রধান মেহমান ও তাফসির কারক তার কোরআন ও হাদিসের আলোকে তাফসির শোনার জন্য দুর দুরান্তর থেকে হাজার হাজার নারী ও পুরুষ ছুটে আসেন।প্রধান মেহমান কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে এবং বিশ্বের সকল মোমিন মোসলিমদের জন্য দোয়া মোনাজাত হয়।