বিজ্ঞাপন দিন

ডিমলায় বিনামুল্যে সার বিতরন।



মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, কৃষি অফিস চত্তরে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরন সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম শাহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষানী, ডিমলা উপজেলার কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষিবিদ এবং সদস্যরা। বিতরণ শেষে কৃষকদের মাঝে সঠিক দিক নির্দেশনা দিয়ে আলোচনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ন কবীর। তিনি বলেন, সময় মত বীজতলা তৈরি করে বীজ বপন করেতে হবে তার পাশাপাশি পরিচচা করে, তাতে সঠিক সময় মধ্যে সার ব্যাবহার করবেন।