বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাদ্রাসার গাছ কেটে বিক্রির অভিযোগ

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কর্তৃপক্ষকে অবহিত না করে এক দাখিল মাদ্রাসার দুইটি জীবন্ত গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসায়। গত বুধবার দুপুরে মাদ্রাসা মাঠে থাকা একটি কাঁঠাল ও জলপাই গাছ ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইদুর রহমান কমিটির মিটিং না করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে গাছ দুই কেটে বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার একাধিক শিক্ষক জানান,মাদ্রাসার সভাপতি ও সুপার কাউকে না জানিয়ে এর আগে একাধিকবার মাদ্রাসার গাছ কেটে আত্মসাত করেছে। গাছ কেটে বিক্রি করার কথা স্বীকার করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইদুর রহমান বলেন,আমি কমিটির রেজুলেশন করিনি, তবে সভাপতিকে মৌখিকভাবে জানিয়েছি। মাদ্রাসা সভাপতি অহিদুল ইসলাম বলেন,রেজুলেশন করিনি,তবে এখন রেজুলেশন করবো। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।