বিজ্ঞাপন দিন

আ’লীগ নেতাকে পেটানোর অভিযোগে জলঢাকা উপজেলা সভাপতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ফরহাদ ইসলাম,জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টুর হাতে শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন ইয়াকুব আলী নামে এক আ’লীগ নেতা। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক। শনিবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টুর বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নান ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ,ইউনিয়ন সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার, কৃষক লীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, ওলামালীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

লিখিত বক্তব্যে ইয়াকুব আলী বলেন, শুক্রবার রাতে জলঢাকার ডালিয়া রোডস্থ জনতা ব্যাংকের সামনে অভিযুক্ত সভাপতি আনছার আলী মিন্টুসহ তার দলবল অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়। কেন তার উপর হামলা হলো তা জানতে চাইলে তিনি বলেন, আমি এমপি অধ্যাপক গোলাম মোস্তফার অনুসারী বলেই আমাকে মার খেতে হলো। এ ঘটনায় অভিযুক্ত সভাপতি আনছার আলী মিন্টুর সাথে মুটো ফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সে আমার ভাগ্নে। আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বদনাম রটার কারনে তাকে ডেকে জিজ্ঞেস করেছি তুমি আমার নামে বদনাম করে বেড়াচ্ছো কেন ?