বিজ্ঞাপন দিন

পানি উন্নয়ন বোর্ডের পানিতে ভাসছে ২৫ হাজার ভূমিহীনের ভাগ্য !

বাদশাহ শাহজাহন, ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর ডিমলা-জলঢাকার মধ্যবর্তী গোলনা কালিগঞ্জ বুড়িতিস্তা ব্যারেজের সবগুলো গেড মঙ্গলবার (৭নভেম্বর) হঠাৎ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে উজানের ২৫হাজার ভূমিহীন কৃষকের প্রায় সারে সাত শত একর জমির উঠতি অামন ধান, অালুসহ শাক-সবজি পানিতে নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছে। বুধবার (৮নভেম্বর) পানি উন্নয়ন বোর্ডের এরুপ সিন্ধান্তের প্রতিকার চেয়ে অালাতের অাদেশ, সম্বলিত সংযুক্ত কপি, জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১, সংসদ সদস্য নীলফামারী-৩, নীলফামারী জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বার্হী অফিসার ডিমলা ও জলঢাকা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিমলা ও জলঢাকা, চেয়ারম্যান গোলনা ইউ'পি ও ডিমলা সদর ইউ'পি চেয়ারম্যান বরাবর অাবেদন করে ভুক্তভোগীগরা।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, উজানের ওই জমির ভুমিহীনদের পক্ষে দুলাল হোসেন, অবিনাশ চন্দ্র দাস, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের পৈত্রিক সম্পত্তি লিজ প্রদান অাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। উক্ত রীট মোচন শুনানী অন্তে ১ রুলনিশি এবং নালিশী সম্পত্তির উপর স্থায়ী অবস্থা বজায় রাখার অাদেশ প্রদান করেন এবং বিতর্কিত লিজ এর কার্যকারীতা স্থগিত /স্টে অাদেশ প্রদান করেন অাদালত। সরেজমিনে, ভূমিহীন কৃষকদের মধ্যে অবিলাশ, স্বপর, দুলাল সহ অনেকেই বাংলানিউজকে জানান, মামলাটি মহামান্য হাইকোর্টে বিচারধীন, বিশাল হত দরিদ্র ভূমিহীন জনগোষ্ঠির চাষাবাদ করা ধান অার মাত্র ১০/১৫দিনের মধ্যে কাটা যাবে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন ব্যারেজের সব গেড বন্ধ করার কারনে, উজানে পানি বৃদ্ধি পাওয়ায় পাঁকা ধান গুলো পানিতে ডুবডুব অবস্থা হয়েছে। অালু ও সবজির জমিতে পানি উটেছে। অামরা কর্তৃপক্ষের দ্রুত হস্থক্ষেপ কামনা করছি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান জলঢাকা নিউজকে জানান, গুটি কয়েক লোকের কারনে হাজারো কৃষক জিম্মি হয়ে অাছে। তিনি মামলা সরে অাসার অাহ্বান জানিয়ে লিখিত অাবেদেন করেতে বলেন। এবং ২০১৭সালের নীতিমালা বিষয়টি উল্লেখ করেন।