বাদশাহ শাহজাহন, ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় ৭০ পিস ইয়াবাসহ জুয়ল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) অাসলামের নেতৃত্বে সংগীয় অফিসারসহ একটি বাজাজ সিটি ১০০সিসি নম্বর বিহীন মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল নীলফামারী সদর উপজেলার কুন্দ পুকুর গ্রামের ফজু মামুদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
উপ-পরিদর্শক (এসআই) অাসলাম জলঢাকা নিউজকে জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া থেকে নীলসাগর ক্যালেন হয়ে মোটর সাইকেল যোগে নীলফামারী যাওয়া পথে দুন্দিবাড়ি ব্রীজ এলাকায় পুলিশ তার গতি রোধ করে। এসময় সে পালানোর চেষ্ঠা করলে, তাকে ধাওয়া করে তার মোটর সাইকেলসহ তাকে অাটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশি করে ৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।