বিজ্ঞাপন দিন

জলঢাকার ভাবনচুরে প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্রে সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত

মশিউর রহমান বিশেষ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নীলফামারী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের অর্ন্তগত ভাবনচুর এমটিএস উচ্চ বিদ্যালয়ে সমাপনী প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা নিয়ম অনুযায়ী সকাল ১১ টায় সুন্দর ও সুষ্ঠু মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে ১.৩০ মিনিটে শেষ হয়। জানা গেছে, উক্ত কেন্দ্রে মোট ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪১৮ জন। 

প্রথম দিন ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৪ জন। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা অফিসার মোঃ আমিনুর ইসলাম জলঢাকা উপজেলা। হল সুপারের দায়িত্বে ছিলেন কাজির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ও শৌলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমান। এ প্রতিবেদকের সাথে পরীক্ষার বিষয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আনিছুর রহমান টিপু বলেন, এ কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর এবং নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিশুরা উৎসাহ উদ্দিপনার মধ্যে পরীক্ষা দিচ্ছে।