মশিউর রহমান বিশেষ প্রতিনিধি :
নীলফামারি জলঢাকায় পৌরসভায় ট্রাফিকমোড় হোসেন মার্কেটে- ছাত্রলীগের কেন্দ্রীয় সাঃ সম্পাদক "জাকির হোসেনে"র জন্মদিন পালন করেছে জলঢাকা উপজেলা ও পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ,,,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা নাকিব হোসেন নিলয়,
কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়,
এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়,,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক- ও পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক- সফিকুল ইসলাম পলাশ, বিশেষ অতিথি- সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি- পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক- লাভলু রশিদ, কলেজ ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক- মৃনাল বিশ্বাস, যুবলীগ নেতা- মানিক চন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেকনেতা- প্রশেনজিত রায় অপু ,
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-যুবলীগ নেতা মালেক, সানিয়ার হোসেন পল্লব, রিমোন, জাহিদ নয়ন, আনিছ আহম্মেদ বিপ্লব, মামুন হোসেন, সুমন, নয়ন, ন্বপন এছাড়াও বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,,
অনুষ্ঠানে জাকির হোসেনের দীর্ঘায়ু কামনা করা হয় ।