বিজ্ঞাপন দিন

"রংপুর শলেয়া শাহ বাজারে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংর্ঘষে দুই যুবক নিহত ৬ জন গুলিবদ্ধ ১৫ জন পুলিশসহ ৬০ জন আহত"

সিরাজুল ইসলাম বিজয় তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃরংপুর জেলা তারাগঞ্জ,গঙ্গাচরা,ও সদর উপজেলার পাগলাপীর শলেয়া শাহ বাজার সংলগ্ন এক যুবক মহানবী(সাঃ)কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের মঙ্গে পুলিশের ব্যাপক সংর্ঘষ হয়েছে।এতে হামিদুল ইসলাম(২৭),ও অজ্ঞাত নামে দুই যুবক নিহত হয়েছেন এবং ৬ জন গুলিবদ্ধ ১৫ জন পুলিশ সদস্যসহ ৬০ জন আহত। 

এদের মধ্যে বেশ কয়েক জন তারাগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ শুক্রবার জুমার নামাজের পর রংপুর পাগলাপীর সংলগ্ন শলেয়া শাহ বাজারে এ সংর্ঘষের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে।এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ওই এলাকার ঠাকুর পাড়ার মন্দির সহ পাঁচ টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কয়েক দিন আগে ওই এলাকার টিটু চন্দ্র নামে এক ব্যাক্তি মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর ছবি পোষ্ট করেন।এই ঘটনা নিয়ে এলাকাবাসীর পাঁচ দিন আগে তথ্য প্রযুক্তি আইন নীতিমালা অনুযায়ী লিখিত অভিযোগ করেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা এক জোট হয়ে পাগলাপীর বাজারে মানবন্ধন শুরু করেন।এসময় ওই কর্মসুচিতে সংহতি জানিয়ে প্রায় দশ হাজার মুসল্লি সমবেত হন।এক পর্যায়ে বিক্ষুব্ধ মুসল্লিরা ঠাকুর পাড়ার দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংর্ঘষ শুরু হয়।এসময় মুসল্লিরা মন্দিরসহ পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেন।

এ সংর্ঘষে দুই জন নিহত ৬জন গুলিবদ্ধ ১৫ জন পুলিশ সহ ৬০ জন আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।রাত দশটা এ রিপট লেখা পর্যন্ত ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল -এ)ও তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন আনিছুর রহমার লিটন জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে।