বিজ্ঞাপন দিন

জলঢাকার চরহলদীবাড়ীতে মহান বিজয় দিবস পালিত


মোঃ মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চর হলদীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক ক্রিয়াপ্রতিযোগীতা ও নৃত্যনুষ্ঠানের আয়োজন করেন। আজ ২৫শে ডিসেম্বর বিদ্যালয় মাঠে জাতিয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে,ক্রিয়াপ্রতিযোগীতা ও নৃত্যনুষ্ঠান অনুষ্টিত হয়। মোঃ আতাউর রহমানের পরিচালনায়,মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথ হিসাবে উপস্হিত ছিলেন, মোঃ রেজাউল করিম(জসি)প্রধান শিক্ষক চর হলদীবাড়ী(২) সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মোঃ শাহজালাল প্রধান শিক্ষক চর হলদীবাড়ী(১)সরকারী প্রাথমিক বিদ্যালয়,মোঃ মজিবর রহমান সমাজসেবক,ছমরউদ্দিন সমাজসেবক,মহুবর রহমান সমাজসেবক,আজিজার রহমান সমাজসেবক, মোঃ মশিয়ার রহমান মানবাধিকার প্রতিস্ঠা ও বাস্তবানয় সংস্হার রংপুর বিভাগী কার্য নির্বাহী সদস্য প্রমুখ।প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তাবে বলেন,নয়মাস রক্তক্ষয়ী যোদ্ধের মধ্যদিয়ে আমরা পেয়েছি এই বিজয়।নতুন প্রজম্মে যারা আসছে তাদেরকে মহান বিজয় দিবস সম্পকে জানাতে প্রবীনদের আহবান করেন।

তিনি আরো বলেন সমাজে বাল্যবিবাহ একটি রোগে পরিনত হয়েছে এই রোগ থেকে আমাদেরকে পরিতান পেতে হবে,,বাল্যবিবাহকে না বলি শিক্ষার দিকে মন দেই।মাদক সেবনকারী, ক্রয় বিক্রয়কারীদের প্রতিহত করতে সবাইকে অনুরোধ করেনন।উক্ত ক্রিয়াপ্রতিযোগীতা ও নৃত্যনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী গোল্লাছুট,দারিয়াবান্ধা,মহিলাদের বালিশ পাচার,গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লাঠি খেলা যাহা হাজার হাজার দর্শক মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন। বিকাল ৪টায় প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।