বিজ্ঞাপন দিন

১ শত টাকায় এক বস্তা জলঢাকায় আলু এখন গরুর খাদ্য


রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১ শত টাকায় এক বস্তা ১০০কেজি ওজনের গ্যানুলা জাতের আলু পাওয়া যাচ্ছে। আলু কিনে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করেছে ক্রেতারা। এত সস্তা দামের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে আলু চাষিরা। স্থানীয় কৃষি অফিস জানিয়েছে গতবার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। সেই আলু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকরা হিমাগারে রেখেছিল বেশি দামের আশায়। 

কিন্তু আলুর দাম আগের চেয়ে অনেক কম হওয়ায় ও চাষ করলে উৎপাদন খরচ উঠবে না ভেবে অনেকেই হিমাগার থেকে আলু বের করেনি। তাই বাধ্য হয়ে হিমাগার কর্তৃপক্ষ ১০০-১২০ টাকা দরে এক বস্তা গ্যানুলা জাতের ১০০ কেজি ওজনের আলু বিক্রি করছে। আলু কিনতে আসা মানিক মিয়া জানান, ১০০ টাকায় এক বস্তা আলু কিনলাম গরুকে খাওয়ানোর জন্য। খড়, ঘাসের তুলনায় আলুই অনেক সস্তা। উপজেলার বড়ঘাটে অবস্থিত মুক্তা হিমাগারের এম.ডি শরিফুল ইসলাম বাবু জানান, আমাদের হিমাগারে প্রায় ২০ হাজার বস্তা আলু অবস্থিত রয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর এগুলো বের করার শেষ সময়সীমা নির্ধারণ ছিল। 

কিন্তু আলুর দাম কম হওয়ার কারণে কৃষকেরা ভাড়া বাবদ ৩৬০ টাকা দিয়ে এক বস্তা আলু বের করেননি। তাই বাধ্য হয়ে আমরা ১০০ টাকা দরে আলুর বস্তা বিক্রি করিতেছি। এব্যাপারে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক জানান, আলুর দাম না থাকার কারণে গতবারের তুলনায় এবার ১ হাজার হেক্টোর কম জমিতে আলু চাষ হয়েছে।