বিজ্ঞাপন দিন

জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

রবিউল ইসলাম রাজ, জলঢাকা প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির অবিস্মরণীয় একটি দিন। এই দিন বাঙ্গালীরা তাদের কাঙ্খিত স্বপ্ন পূরণের দিন। কেননা ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা ২৫ মার্চ কালো রাতে ‘অপারেশন চার্জ লাইট’ নামে গণহত্যা শুরু করে নিরীহ বাঙ্গালীদের উপর। বাঙ্গালীরা ৩০ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর জলঢাকা উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজের নের্তৃত্বে স্থানীয় পার্টি অফিস কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করেন। এসময় জাতীয় পার্টির উপজেলা আহবায়ক আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক মমিনুল হক মঞ্জু, উপজেলা যুগ্ন আহবায়ক বাবলুর রহমান বাবলু, মিজানুর রহমান মিজান, নাসিমুজ্জামান নাদির, তোফায়েলুর রহমান পায়েল, বাবুল হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ চৌধুরী, মোঃ হাসানুর রহমান, পৌর সদস্য সচিব দুলাল হোসেন আর্মি, জাতীয় ছাত্র সমাজের উপজেলা আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম রাজ, পৌর সদস্য সচিব বিপ্লব হোসেন সহ উপজেলা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।