বিজ্ঞাপন দিন

পাতামারা বর্শী দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ পাতামারা বর্শী দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন আজিমুদ্দিন (৭০) ও লালু মিয়া (৬৫)। সংবাদ সংগ্রহ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া থেকে ফেরার পথে চোখে পড়ে এ দুজনকে। জলঢাকা উপজেলার আউলিয়াখানা বিলে পাতামারা বর্শা দিয়ে টোক-টোক করে মাছ ধরতে তাদের দেখা যায়। এদুজনের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজো তারা মাছ ধরতে আউলিয়াখানা বিলে আসে। তাদের বাড়ী রংপুর জেলার গঙ্গাচড়ার উপজেলায়। প্রায় ৩০ কিলোমিটার আসতে হয় মাছ ধরতে। গঙ্গাচড়া উপজেলার ৯ নং আলম বিদিতর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুতুব কিশামত গণেশ এলাকার মৃত কোনা মামুদের ছেলে আজিমুদ্দিন একই এলাকার মৃত মিছর উদ্দিনের ছেলে লালু মিয়া। তাদের সাথে কথা বললে তারা জানায়, ছোট থেকে হামরা মাছ ধরে বাজারত বিক্রি করি বউ ছোয়ার ভরণ পোষন করি। কান্নাজনিত কন্ঠে আজিমুদ্দিন বলেন, তোমরা কায় ভায়ে হামার জন্য কি করমেন। সাংবাদিক পরিচয় দিলে তিনি উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলেন, তোমা যদি মোর শেষ বয়শত বয়স্ক ভাতা করি দিবার পান আল্লাহ তোমার ভাল করবে। তিনি আরও বলেন, মেম্বার চেয়ারম্যানের গোরত গেছুনুং মোর বয়স্ক ভাতা মামু ছাড়া হইবেনা।