বিজ্ঞাপন দিন

জলঢাকার গোলমুন্ডা বহুমখী উচ্চ বিদ্যালয়ের বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টান

মোঃ মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: ৭১এর চেতনা বুকে ধারন তার এই লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বহুমখী উচ্চ বিদ্যালয় আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা অনুষ্টিত হয়। গতকাল ( ২৭শে ডিসেম্বর)বুধবার সকাল নয়টায় অত্র বিদ্যালয়ের ফুটমাঠ প্রাঙ্গনে শহিদের প্রতি সম্মান প্রদর্শন করে জাতিয় পতাকার উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগীতার কার্যক্রম শুরু হয়। দিন ব্যাপী নানা ধরনের খেলাধুলা হয়, তার মধ্যে দর্শকদের মুগ্ধ করে মটর সাইকেল সোলো রান। ক্রীড়া প্রতিযোগীতা শেষ সন্ধায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন, বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদ আল হাসানের সনঞ্চালনায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুহাঃ রাশেদুল হক প্রধান,উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মোশারফ হোসেন সদস্য জেলা পরিষদ নীলফামারী,মোঃ সহিদ হোসেন রুবেল সাঃসম্পাদক আওয়ামীলীগ উপজেলা শাখা।চঞ্চল কুমার ভৌমিক উপজেলামাধ্যমিক অফিসার জলঢাকা,মোঃমোস্তাফিজার রহমান,ওসি জলঢাকা থানা,এবিএম নুরুজ্জামান আবু সভাপতি আওয়ামীলীগ গোলমুন্ডা ইউপি শাখা,আশরাফুল ইসলাম সদস্য ম্যানিজিং কমিটি অত্র বিদ্যালয়,অলিদুর রহমান সদস্য ম্যানিজিং কমিটি অত্র বিদ্যালয়,আব্দুল কাইয়ুম সদস্য ম্যানিজিং কমিটি অত্র বিদ্যালয়,জনাবা নাছিমা বেগম সদস্য ম্যানেজিং কমিটি অত্র বিদ্যালয়।

এছাড়া আরো উপস্হিত ছিলেন,মশিউর রহমান সাবেক সভাপতি আওয়ামীলীগ ইউপি শাখা,আবুল হোসেন সাবেক প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়,আমিনুর রহমান বিএসসি সাবেক শিক্ষক অত্র বিদ্যালয়,আশাদুজজামান সাবেক সাধারন সম্পাদক ইউপি শাখা,মশিয়ার রহমান কার্যনির্বাহী সদস্য মানবাধিকার প্রতিষ্টা ও বায়বায়ন সংস্হা রংপুর বিভাগ প্রমুখ।এছাড়াওউপস্হিত ছিলেন,স্কুলের ছাত্রছাএী,অভিভাবকবৃন্দ,সকল শিক্ষক,শিক্ষিকাবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,সর্বসাধারন,বিভিন্ন প্রতিষ্টানে ছাত্রছাত্রী,শিক্ষক,শিক্ষিকা প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক দ্বায়ীত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।পুরুষ্কার বিতরন ফলাফল প্রকাশ শেষে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।হাজার হাজার দর্শকদের মাঝে গান পরিবেশ করে মাতিয়ে তোলেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র লিপি আক্তার,ও নুর ইসলাম আপন।