বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে অনিয়ম-দূর্নীতির কারনে ইউপি সদস্যদের অনাস্থার অভিযোগ

এস আই বিজয় তারাগঞ্জ (রংপুৃর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজের বিরুদ্ধে অনিয়ম- দূর্নীতির দায়ে ইউপি সদস্যদের অনাস্থা প্রকাশে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এনে পরিষদের ৯জন সদস্য করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলার ওই চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুনীতির অভিযোগ জোড় তদন্তের দাবী জানিয়ে রংপুরের জেলা প্রশাসক, উপজেলার ইউএনও সহ বিভিন্ন দপ্তরে ওই পরিষদের ৯জন সদস্য লিখিত অভিযোগ দেন।ওই ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ দায়িত্ব গ্রহনের পর থেকেই তার পরিষদের সদস্যদের সাথে অসদাচরনের অভিযোগ মিলেছে। বিভিন্ন সরকারী সহায়তা ত্রান, ভিজিডি, ভিজিএফ,কাবিটা-কাকিখাঁ, মাতৃত্ব ভাতা সহ সকল সিদ্ধান্তর জন্য নিজেই উপনিত হয়।সরকারি অনুদান ভাতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ইউপি সদস্যদের সাথে কোন পরামর্শ না করেই নিজেই বিতরনের নামে আতœসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করেছে। গত অর্থ বছরের ২০১৬-২০১৭ইং ভূমি হস্তান্তরের কর আদায় ওয়ান পার্সনের কোন প্রকার কাজ না করে ভূয়া প্রকল্প দেখিয়ে ৬ লাখ ৫৩ হাজার ৫২২ টাকা আতœসাৎ করেন। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে ২০১৬-২০১৭ইং ও ২০১৭-২০১৮ ইং দুই মৌসুমে ওই ইউনিয়ন পরিষদের এলাকায় অবস্থিত ১৫টি ইট ভাটা থেকে ৫০ হাজার টাকা করে (প্রতিটি ভাটা থেকে ) টাকা উত্তোলন করলেও খাতা কলমে প্রতিটি ভাটা থেকে মাত্র ১৫ হাজার ৫০০ টাকা করে উত্তোলন দেখিয়ে ১০ লাখ ৩৫ হাজার টাকা আতœসাৎ করা সহ ২০১৬-২০১৭ ইং অর্থ বছরে এলজিএসপি-২ গৃহীত কৃষকদের মাঝে ফিতা পাইপ বিরতন প্রকল্প হাতে নিয়ে কৃষকদের বিতরন করেনি অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান। এমন অভিযোগ এনে গত বুধবার ১৬ই জানুয়ারী লিখিতভাবে অনাস্থার বিষয়টি স্থানীয় সরকার বিভাগ, রংপুরের জেলা প্রশাসক, উপজেলার ইউএনও সহ বিভিন্ন দপ্তরে ওই পরিষদের ৯জন সদস্য লিখিত অভিযোগ দেন। অভিযোগ কারি ওই পরিষদের ৯জন সদস্যরে কাছে জানতে চাইলে বলেন,আমরা ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।এতে করে আমরা সুষ্ঠ বিচার না পেলে কঠোর আন্দোলনে অবস্থান করবো। এ বিষয়ে আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কোন প্রকার হস্তক্ষেপ করিনি।তারাই সরকারী প্রকল্প সহ সবকিছুতে অনৈতিক আচরন করে থাকেন। উপজেলা নিবার্হী অফিসার জিলুফা সুলতানা এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।