বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমির মাটিকাটা নিয়ে সংঘর্ষ ॥ বাড়িতে আগুন ॥ থানায় অভিযোগ

ফরহাদ ইসলাম,জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জমির মাটিকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের পর এক পক্ষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে এক পক্ষ। অভিযোগ সুত্রে জানা যায়,পৌরসভার ৩ নং ওয়ার্ডের বগুলাগাড়ী মাছুয়ার দোলা এলাকার মৃত্যু লুৎফর রহমানের ছেলে আব্দুল জব্বার (৫৫) এর পৈত্রিক জমিতে গত ৫ জানুয়ারী দুপুরে পাশ্ববর্তি মৃত্যু সুলতান আলীর ছেলে খোরশেদ আলম মাটি কাটতে গেলে তাতে আব্দুল জব্বার বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর এক পর্যায়ে খোরশেদ আলমসহ তার লোকজন প্রতিপক্ষ আব্দুল জব্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে তার একটি গোলা ঘর পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল জব্বার বাদি হয়ে খোরশেদ আলমসহ ৬ জনের নাম উল্লেখ করে জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন,তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।