বিজ্ঞাপন দিন

ডিমলায় ইবতেদায়ী মাদ্রাসার আলোচনা সভা

মোঃ মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমূকে জাতীয়করণে আশ্বাস্থ্য প্রদান করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের অভিনন্দন উপলক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলা স্বতস্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির আয়োজনে ৬ ফেব্রুয়ারী সকালে ডিমলা আলিম মাদ্রাসার হলরুমে ইবতেদায়ী মাদ্রাসার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান সভা প্রধান ছিলেন যুগ্ন মহাসচিব বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ঢাকা, আবু মুছা ভূঁইয়া। সভায় সভাপতিত্বে করেন ডিমলা উপজেলা স্বতন্ত্রী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ লেবু মিয়া, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ওলামালীগ সভাপতি ও ডিমলা আলিম মাদ্রাসা সুপার সহিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বতন্ত্রী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোকছেদুল মোমেনীন, সহ-সভাপতি আজাহারুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক (জাফর) সহ অত্র উপজেলার ৭৯ টি স্বতস্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চাকুরীর বেতন ভাতা আদায়ের জন্য দীর্ঘদিন ধরে যে সংগ্রাম আমরা করেছি তারই ফলপ্রসু হিসেবে ২০১৮ সালের ১৬ জানুয়ারী জাতীর জনকের কন্যা শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রি নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিন্ত্রী কাজী কেরামত আলী,বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের জাতীয় করণে যে অভয় বাণী দিয়েছেন তার জন্য তাঁদেরকে জানাই সকল শিক্ষকদের প্রাণঢালা সাধুবাদ সহ দ্রুত বিল প্রদানের জন্য বিনীতদাবী জানানো হয়।