বিজ্ঞাপন দিন

পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ২২ মে মঙ্গলবার ভোররাতে এ ঘটনাটি ঘটেছে সৈয়দপুর শহরের গোলাহাট আবাসন এলাকার বদ্ধভূমিতে। এ ঘটনায় শহর জুড়ে আতংক বিরাজ করছে। পুলিশ জানায়, মাদক নিমূল করতে সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও অভিযান চালানো হয়। এ অভিযানে ককটেল ও ইয়াবাসহ শহরের নিচু কলোনী এলাকার ইউসুফ ছেলে জনি (৩৪) ও ইসলাম বাগ এলাকার আব্দুল মজিদের ছেলে শাহিন (৩২) কে আটক করা হয়। আটককৃতদের সাথে নিয়ে অন্যান্য এলাকায় অভিযানের উদ্দেশ্যে গোলাহাট আবাসন এলাকা সংলগ্ন বদ্ধভূমিতে যাওয়ার সাথে সাথে আটককৃতদের দোষররা পুলিশের ভ্যান লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ও মাদক ব্যবসায়ীর দোষরদের গোলাগুলিতে আটককৃত জনি ও শাহীনের মৃত্যু ঘটে। ঐ সময় আহত হয় পুলিশের এস.আই ওয়াদুদ হোসেন, কনষ্টেবল মোকার্রম হোসেন, আমিরুজ্জামান ও রাশেদুল ইসলাম। বর্তমানে তারা স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এস.আই ও পুলিশ কনষ্টেবলদের দেখার জন্য মেডিকেলে যান পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন সৈয়দপুর থানার এ.এস.পি (সার্কেল) অশোক কুমার পাল ও অফিসার ইনচার্জ শাহজাহান পাশা।