ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের ২০১৮ -১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আগামী অর্থ বছরে কোনও উদ্বৃত্ত না রেখে ২ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৪ শত টাকার বাজেট ঘোষনা করা হয়। বুধবার বিকেলে ইউএসএস ও প্ল্যান বাংলাদেশ এর সহযোগিতায় বিন্যাবাড়ী বাজার চত্বরে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেন,কাঁঠালী ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল,ইউএসএস এর জলঢাকা শাখার একাউনটেন্ট্ এন্ড এডমিন অফিসার রঞ্জিত কুমার,ইউনিয়ন পরিষদ সচিব নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অংশগ্রহনমূলক ভাবে প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাঁঠালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । এ সময় ইউপি সদস্যগণ,এলাকার গণ্যমান্য বাক্তিবর্গ সহ অনেক নারী–পুরুষ উপস্থিত ছিলেন।