বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণ

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বিভিন্ন এলাকায় কাল-বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর অফিসার্স ক্লাবে কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন। নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. আবু বক্কর সিদ্দিক সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালক কৃষিবীদ আবুল কাশেম আযাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক প্রমূখ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রংপুরের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়।