বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১২৩ পরিবারে মাঝে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন

বাদশাহ শাহজাহান, ভ্রাম্যমান সংবাদদাতাঃ "শেখ হাসিনার উদ্দোগ ঘরে ঘরে বিদ্যুত " নীলফামারীর জলঢাকা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ানের লক্ষ্যে গোলনা ইউনিয়নের তালুক গোলনা জুম্মাপাড়া গ্রামে ১২৩টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে গ্রাম বিদ্যুতায়ানের সুইচ টিপে শুভ উদ্বোধন করেন- জাতীয় সংসদ সদস্য-১৪, নীলফামরী -৩, অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। শনিবার ( ২ জুন ) বিকাল সারে ৩ টার সময়ে অবসর প্রাপ্ত শিক্ষক অাব্দুল হালিমের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন- নীলফামারী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী এস.এম হাসনাত হাসান, সহকারী জেনারেল ম্যানেজার, প্রকৌশলী গোলাম রব্বানী, পরিচালক এলাকা নং- ৫, মিজানুর রহমান, বিশিষ্ট অা'লীগ নেতা অধ্যক্ষ একে অাজাদ, উপজেলা যুবলীগ অাহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিকলীগ সভাপতি জশিয়ার রহমান জষির উদ্দিন, কাঁঠালী ইউনিয়ন যুবলীগ যুগ্ন অাহ্বায়ক সঞ্জয় রায় প্রমূখ। অারও উপস্থিত ছিলেন- বিদ্যুত গ্রহিতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের নারী-পুরুষ। উল্লেখ, প্রতিজন গ্রাহকের জন্য খরচ হয় ২৫ হাজার ৭৬৫টাকা এবং নির্মিত লাইনে সরকারের মোট ব্যয় হয় প্রায় ৩২লাখ।