বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাদক বিরোধী অভিয়ানে ত জন নারীসহ ৩১জন গ্রেফতার, ২৭টি মামলা!

বাদশাহ শাহজাহান, ভ্রাম্যমান সংবাদদাতাঃ সারা দেশের চলমান মাদক বিরোধী অভিয়ানে অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় গত মে মাসের শুরু থেকে ৩১মে পর্যন্ত তিন নারীসহ ৩১জন মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১.৭৫ গ্রাম হিরোইন, ৩৫৬ পিস ইয়াবা, ৬শ গ্রাম ৭পুরিয়া গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৭ পৃথক ২৭টি মামালা দায়ের করা হয়েছে এর মধ্যে একটি মামলা করেছে ডিবি পুলিশ। থানা সুত্রে জানা যায়, তিন হিরোইন ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে। এছাড়াও, ১৮জন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে ১২টি মামলা, দুই জন ফেনসিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে ২টি ও ১৫জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ১০টি মামলা করা হয়। তাদের সকলকেই অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে", যতক্ষণ পর্যন্ত মাদক জিরো টলারেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত অামাদের অভিযান চলবে।