বিজ্ঞাপন দিন

নীলফামারীতে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা পুলিশের সমাবেশ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং নীলফামারীর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে জেলা সদরের শহীদ মিনার চত্বরে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, আসাদুজ্জামান নুর এমপি। মন্ত্রী বলেন, আমরা যারা অভিভাবক আমাদের সন্তানরা কি করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে সেদিকে খোজ-খবর নিতে হবে। মাদকাসক্তরা পিতা-মাতা, আত্মতীয় স্বজন ও পরিচিত জনদের কাছে নেশার টাকার জন্যে মিথ্যাচার এবং ছলচাতুরীর আশ্রয় নেয়। সারাদেশের ন্যায় মাদক বিরোধী অভিযানে নীলফামারী জেলাকে জিরোট্রলারেন্স রাখতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ আসনের সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় শওকত চৌধুরী এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, কমিউনিটিং পুলিশিং এর সদস্য সচিব ও সার্ক চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এসএম শফিকুল ইসলাম ডাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশফিকুর রিন্টু সহ স্থানীয় নের্তৃবৃন্দ। সহকারী পুলিশ সুপার সার্কেল সদর আলতাফ হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, মাদক তৈরী হয় ভারতে বিক্রি হয় বাংলাদেশে। ভারতের মাদক দ্রব্য তৈরী কারখানা গুলো বন্ধ না হলে বাংলাদেশে কখনো নিয়ন্ত্রন করা সম্ভব নয়। এসব কারখানা বন্ধের পরাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এসময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও আপনাদের সহযোগিতা ছাড়া এসব অপরাধীকে নির্মূল সম্ভব হবে না। আমরা যখন একজন মাদক ব্যবসায়ীকে ধরে আইনের আওতায় আনতে যাই, অপরাধীদের ভয়ে কেউ স্বাক্ষী দিতে চায় না।