বিজ্ঞাপন দিন

জলঢাকায় জয় বাংলা ইয়াং এ্যাওয়ার্ড সম্পূর্ন

মানিক লাল দত্ত, জলঢাকা, (নীলফামারী): নীলফামারী জলঢাকায় ইয়াং এ্যাওয়ার্ড ২০১৮ “তোমার জয়ে বাংলার জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তরুণদের অন্যতম বড় প্লাটফর্ম যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করার লক্ষ্যে মঙ্গলবার উপজেলা হলরুমে সিআর আই ইয়াং বাংলার কো-অর্ডিনেটর কেশব রায়ের সার্বিক তত্তাবধানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সেকশন কমান্ডার আব্দুল গাফ্ফার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জলঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মানিক লাল প্রমূখ। যারা সমাজ পরিবর্তনের কান্ডারী কিন্তু এখনোও অন্তরালে রয়েছে তাদের কার্যক্রমের দৃঢ়তা প্রদানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ইয়াং বাংলা। বর্তমানে ২ লক্ষ সদস্য, ২২০ টি সংগঠন, ২০০ টি উদ্যোগ, ১৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৫ হাজারের বেশি ইন্টার্ন নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে বলে আলোকপাত করেন অতিথিরা।