বিজ্ঞাপন দিন

জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ ও গন্যমান্য ব্যাক্তিগনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, রিভা আমজাদ, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও পদত্যাগকৃত ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মহিলা আ'লীগ নেত্রী আফরোজা রোজি ও উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন সকলের সহযোগিতা কামনা করে বলেন - ধর্ম যার যার উৎসব সকলের তাই আসছে দুর্গাপূজা যেন সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা পালন করতে পারে সেদিকে সকলেই খেয়াল রাখবেন। এছাড়াও তিনি পৌরসভার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন বলে জানান। এর আগে তিনি উপজেলার খুটামার ইউনিয়নে জলঢাকা নীলফামারী রোডের সৌন্দর্যবর্ধন বৃদ্ধিকল্পে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম উপস্থিত ছিলেন।