বিজ্ঞাপন দিন

নীলফামারী-৩ আসনে সম্ভাব্য উজ্জ্বল মূখ মনোনয়ন প্রত্যাশী ববিতা রানী সরকার (বেবী)

মানিক লাল দত্ত: এগিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। পিছিয়ে নেই নীলফামারীর সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা। এদের মধ্যে এক উজ্জ্বল মূখ সম্ভাব্য প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়িয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। উন্নয়নের রূপকল্পে নানান বর্ণনা তৃর্ণমূল পর্যায়ে দিচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে। তিনি হলেন, এ আসনের সাবেক আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত দীপেন্দ্র্র নাথ সরকার দিপু বাবু এর দ্বিতীয় ববিতা রানী সরকার (বেবী) তিনি এতোমধ্যে জলঢাকা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে করছেন গণসংযম। নৌকার ভোট প্রার্থনা রেখেছেন অব্যাহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী টুঙ্গিপাড়ার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেকে তৈরি করেছেন মানুষের কল্যাণার্থে। ভিশন ২০২১ লক্ষ্য পূরণ আত্মসামাজিক উন্নয়নের রূপকল্প বাস্তবায়নের তিনি তৃর্ণমূল পর্যায়ে জনগণের স্বার্থে কুশল বিনিময় করছেন নিত্যদিন। এ সম্ভাব্য মূখ ১৯৭৫ সালের ৯ জুন জলঢাকা উপজেলা বিন্যাকুড়িতে জন্ম লাভ করেন। পাশাপাশি তিনি বিজনেস মেনেজমেন্ট ফ্যাশন ডিজাইনের উপর বিভিন্ন কোর্স করে এবং ট্রেইনার হন। এমনকি বাংলাদেশে বেতারেও তিনি স্বাধিনতার গান গায়। মূলত নারী উদ্যোক্তা হিসাবে উত্তরের ৮টি জেলায় তার রয়েছে ব্যাপক পরিচিতি। সিন্ধু দীপ নামে তার একটি কোম্পানি রয়েছে। সেখানে কর্মহীন অধিকার বঞ্চিত প্রায় ২ হাজারের অধিক মানুষ কর্মসংস্থান পেয়েছে। তার স্বামীর নাম অমেরেন্দ্র বিশ্বাস। সোনালী ব্যাংকের একজন ডিজিএম। তার একটি ছেলে সন্তাও রয়েছে। ববিতা রানী দীপু বাবুর দ্বিতীয় কন্যা তারা তিন ভাইবোন। ব্যক্তি জীবনে কৈমারী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সদস্য তিনি। এমনকি দিনাজপুর জেলা আওয়ামী উপদেষ্টা মন্ডলীর সদস্যা। দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদিকা। বাংলাদেশ মানবাধিকার কমিশন দিনাজপুরের সাধারণ সম্পাদক। পাশাপাশি একজন এ্যাডভোকেটও। ঢাকায় তার একটি শো-রুম রয়েছে ২০০৮ সালে মহিলা সংরক্ষিত আসনে প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চেয়েছিলেন এবং ২০১৪ সালে মহিলা সংরক্ষিত মনোনয়ন চান। এবারো তিনি একই আশা ও জনগণের ভালবাসা নিয়ে মহিলা সংরক্ষিত আসনে এমপি হলে নিজেকে জনগণের কল্যাণে নিয়োজিত করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। তার ইচ্ছে নারী ও পুরুষ সমান তালে কাজ করে বেকারত্ব দূরীকরণে দারিদ্রতম বাংলাদেশ উত্তম মধ্যম আয়ের দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন। রুহুল বিশ্বাস নামের তার ছেলেটি রয়েছে সে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রীর জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সফলতার প্রয়সে তিনি পুরস্কৃত হয়েছেন অনেক বার। বাবার অসমাপ্ত কাজ গুলো শেষ করতে তার এ পন্থা। তিনি বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে আওয়ামীলীগ জনগণের রায় নিয়ে ক্ষমতার ধারাবাহিকতায় রয়েছে। জননেত্রী শেখ হাসিনা তৃতীয় বারের মত দায়িত্বে রয়েছেন। জাতি অভিসিক্ত হয়েছে তার অন্যান্য মযদায়। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে, পাবনার রূপ পুর পারমানবিক প্রকল্পের কাজ এগুচ্ছে। পটুয়াখালীর পায়রায় নতুন সমুদ্র বন্দর হয়েছে, বানিজ্য চট্টগ্রামে উন্নয়নের কাজ চলছে, স্থল বন্দর গুলোর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের গামেন্টস সেক্টর এবং প্রবাসী আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা রয়েছে অব্যাহত। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলছে সরকার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আর্থিক খাতে বেড়েছে গতিশীলতা। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে এদেশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপন করা হয়েছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্প কলকারখান, ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেটের জয়যাত্রার ভূয়সী প্রশংসা ছাড়াও বিশ্বের অনেকগুলো দেশ তিনি ভ্রমন করেছেন ও বাংলাদেশের সফলতা বিশ্বের কাছে তুলে ধরেছেন। তার বিশ্বাস মনোনয়ন কিংবা নীলফামারী-৩ আসনে মহিলা সংরক্ষিত স্থান থেকে জনগণের সেবা করে দায়িত্ব পালন করবেন সোনার সৃষ্টিতে।