বিজ্ঞাপন দিন

"নীলফামারী জেলা জাতীয় ছাত্র সমাজের আহব্বায়ক কমিটি গঠন"

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী প্রতিনিধি: পল্লী উন্নয়নের রুপকার,গ্রাম বাংলার মধ্যমনি,নয় বছরের সফল সাবেক রাষ্ট্রপতি,পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর আদর্শে গড়া জাতীয় ছাত্র সমাজ। নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ঐতিহ্যের ৩২টি বছর পার করিয়েছে। এই সংগঠ বিভিন্ন সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনকে বেগবান,শক্তিশালী ও গতিশীলতা করার লক্ষে দলীয় নির্দেশে মাহমুদ হাসান অয়ন কে আহব্বায়ক ও শিবলী আহম্মেদ সবুজ কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি প্রকাশ করে।এই কমিটির যূগ্ন আহব্বায়ক রাব্বী ইসলাম,খোকন পারভেজ,শরিফুল ইসলাম সুমন,রুবেল ইসলাম,সজিব শাহ,মামুনুর রশীদ,হাজ্জাজ বিন নুর। কমিটির সদস্যরা হলেন,জলঢাকা উপজলা ছাত্র সমাজের আহব্বায়ক আনোয়ার হোসেন,ছাত্রনেতা রবিউল ইসলাম রাজ,ডোমার উপজেলা ছাত্র সমাজের খোকন ইসলাম,সৈয়দপুর উপজেলার লিয়াজু ইসলাম,জাহেদুল ইসলাম,পারভেজ ইসলাম,ডিমলা উপজেলার আলমগীর হোসেন,রুবেল হক,মিঠু হোসেন,আব্দুর রউফ,শাহাদাত হোসেন,নুর আমল সিদ্দিক,আহসান হাবীব,কিশোরগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন পাভেল ও সদরসহ প্রত্যেক উপজেলার একঝাক তরুন ছাত্রনেতা কমিটিতে স্থান পেয়েছে। রোববার কেন্দ্রীয় কার্য্যলয়ে আহব্বায়ক জিয়াউর রহমান মোড়ল ও সদস্য সচিব ইয়াছিন মিসবাহ এর স্বাক্ষরিত আহব্বায়ক কমিটির কাগজ নবকমিটির নেতৃবন্দের হাতে তুলে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে জেলা কাউন্সিল সম্পন্ন করবে।