বিজ্ঞাপন দিন

নবনির্মিত ডায়াবেটিক হাসপাতাল বুঝে পেলো ডায়াবেটিক সমিতি

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি : নবনির্মিত নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল ভবন হস্তান্তর করা হয়েছে ডায়াবেটিক সমিতির কাছে। রোববার বিকেলে(০৬জানুয়ারী) সদরের পলাশবাড়িতে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরীর কাছে ভবন বুঝে দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ, সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারী ১৪ কোটি ৫৫লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করে। সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ২০১৫সালের ১৫অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৭সালের ৩১ ডিসেম্বর ছয়তলা ভবনটির মধ্যে চারতলা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মাল্টি ট্রেড এন্টারপ্রাইজ লিমিটেড’র স্বত্বাধিকারী এহসান আলী নির্মাণ কাজ সম্পন্ন করেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, ভবন ব্যয়ের অর্থের মধ্যে ৮০ ভাগ সরকারী এবং ২০ ভাগ টাকা সমিতির ব্যয় করা হচ্ছে। চার তলার নির্মাণ কাজ সম্পন্ন বাকি দু’তলার কাজ সম্পন্ন করবে ডায়াবেটিক সমিতি কর্তৃপক্ষ।