বিজ্ঞাপন দিন

জলঢাকায় আল-জামিয়াতুল মাদরাসার ছাত্রদের ২দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলনের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আল-জামিয়াতুল মাদানিয়া মুশফিকিয়া ক্বওমি দাওরায়ে হাদীস মাদরাসার ২ দিনব্যাপী দস্তারবন্দী সম্মেলনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রবিবার সন্ধায় মাথাভাঙ্গা মাষ্টারপাড়া মাদরাসা প্রাঙ্গনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু। মাদরাসার উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ্ব মাহামুদার রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক তোফায়েল মাষ্টার, যুবলীগ নেতা সারোয়ার রশীদ, রাজীব চৌধুরী, প্রভাষক সাজু ও মোস্তাক প্রমু্খ। এছাড়াও স্বাগত বক্তব্যে রাখেন ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী শ্রমিকনেতা শাহিনুর ইসলাম। মাহফিল উপস্থাপনা করেন কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম। মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন - এবারের সম্মেলনে দুইজন ছাত্রকে হাফেজ হিসেবে পাগড়ী পড়ানো হবে। তিনি আরো বলেন মাদরাসার উন্নয়নকল্পে প্রতিবছর এরকম সম্মেলনের আয়োজন করতে চাই।