বিজ্ঞাপন দিন

জলঢাকায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মাধ্যমিক স্কুল ব্রাক

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান গুলো উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। এতে বিচারকের দায়িত্ব পালন করে শিল্পকলা একাডেমীর প্রবীন শিক্ষক দুলাল ভট্রাচার্য, ভরা নদীর বাঁকে সংগীত একাডেমীর পরিচালক আব্দুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা বিশ্বাস। সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হরিপদ রায় প্রীতম। বিচারকদের রায়ে প্রাথমিক পর্যায়ে অনির্বান বিদ্যাতীর্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে জলঢাকা মাধ্যমিক স্কুল ব্রাক ও কলেজ পর্যায়ের জলঢাকা সরকারী কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে তারা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুজাদ্দৌলা উপস্থিত থেকে চুলছেরা বিশ্লেষণ করে বিজয়ীদের নাম ঘোষনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় ও প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা বলেন , জাতীয় সংগীত কে সন্মান জানানো দেশের প্রতি সন্মান জানানোর সমান। তাই শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা প্রতি নাগরিকের কর্তব্য। এসময় তিনি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জেলা পর্যায়ে ভাল করার জন্য নিয়মিত অনুশীলন করার তাগিদ দেন।