বিজ্ঞাপন দিন

ডিমলায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মঈন উদ্দীন শিরিন,ভ্রাম্যমান প্রতিনিধিঃ সরকারী নির্দেশ মোতাবেক পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্ব শালহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ জানুয়ারী ) বেলা ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান।এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিজ স্কুল পরিস্কার কাজে যোগদেন সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা।পূর্ব শালহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কারকরেন।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের সাথে বিদ্যালয়টির সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন,আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে আর নির্মান হয়েছে ২০০০ সালে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ জন শিক্ষক আছেন।আর ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৮৭ জন তবে বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীদের বসার যায়গা সংকুলান ও ভবনের জরাজির্ন অবস্থ্যা বিদ্যালয়টিতে নতুন ভবনের দরকার। দুই সিপ্টে ক্লাস পরিচালনা করে।বর্তমানে ক্লাস রুম সংকুলান হওয়ার কারনে ছাত্র/ছাত্রী ক্লাস রুমে বসতে পারে না।বিদ্যালয়টি প্যাকেজের আওতায় আনা হলে অনেক ছাত্র/ছাত্রী বৃদ্ধি পাবে বলে এলাকাবাসির ধারনা।শালহাটি আস্রায়ন প্রকল্পের পার্শ্বে স্কুলটি।শালহাটি বাজারের দঃপূর্ব প্রায় দুই কিলো দূরে অবস্থিত।অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল হলে অনেক ভালো হতো।