বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভ্রাম্যমান সংবাদদাতা ঃ নীলফামানীর কিশোরগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১১ ফেব্রয়ারী সোমবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৮ জন প্রার্থী সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোনের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীগণ হলেন- কিশোরগঞ্জ উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ মনোনীত জাকির হোসেন বাবুল (নৌকা) প্রতীক নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টি’র (জাপা) মনোনীত প্রার্থী রশিদুল ইসলাম (লাঙ্গল) প্রতীক। বিপ্লব সরকার দিপু বাবু (স্বতন্ত্র), শাহ আবুল কালাম বারি পাইলট (স্বতন্ত্র),আব্দুর রশিদ ঠিকাদার (স্বতন্ত্র) ও আ.ন.ম রুহুল আমিন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ হলেন-মোঃ হাফিজুল ইসলাম, বাদশাহ আলমগীর, বরকতুল্লাহ, মাওলনা ইদ্রীস আলী, স্ব^পন চন্দ্র ও রবিউল ইসলাম বাবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- শাপলা বেগম, নাছিমা বেগম, রোকসনা বেগম, মোকলেজা বেগম, লাইলী কাদের ও শিরিনা বেগম। উৎসব মূখর পরিবেশে সকল প্রার্থীগণ তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।