বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্কুল ছাত্র মামুনের অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভা উত্তর কাজির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্র মামুনের অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না।জানাগেছে, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাজির হাট এলাকার ক্ষুদ্র চাউল ব্যাবসায়ী মো: মকবুল হোসেন এর ছেলে স্কুল ছাত্র মামুন (৮) এর বেশকিছু দিন মাথাঘোরা বমিবমি ভাব ছিলো।তার বাবা চিকিৎসার জন্য রংপুর নিয়ে যায় ডাক্তারকে দেখায়। ডাক্তার মামুন কে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা করে দেখে। রিপোর্টে ধরাপরে তার ব্রেন টিউমার হয়েছে। রংপুরে যথোপযুক্ত চিকিৎসা না থাকায় ঢাকা নিয়ে যায়, ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব নিওরোসায়েন্সেস ও হাসপাতাল। শের-ই বাংলা নগর ঢাকা বাংলাদেশ। এই হাসপাতালে এক মাস চিকিৎসা নেয়ার পর ডাক্তার ওপেন সার্জারী করতে চায় কিন্তু ৯৫% গ্যারান্টি নাই এবং অনেক বড় অর্থ লাগবে যা তার পক্ষে সম্ভব নয়।এমতাবস্থায় গত ১৯/০২/২০১৯ইং তারিখে বাড়িতে নিয়ে আসে। জানতে পারে ভারতে এর ভালো চিকিৎসা আছে কিন্তু অর্থের অভাবে কিছুই করতে পারছে না তার পরিবার। শৌলমারী আনছার হাট ইসলামিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছেলের চাচা মোঃ মোশফিকুর রহমান( মিজু) বলেন, নানান পেশাজীবি সাংবাদিক,ডাক্তার, শিক্ষক, ব্যাবসায়ী ইত্যাদি সকলের কাছে আকুল আবেদন শিশুটির জীবন বাচাতে যে যেভাবে পারেন আপনাদের পরামর্শ, সহযোগিতা একান্ত প্রয়োজন আপনার সামান্য সহযোগিতায় শিশুটির জীবন বাচাতে পারে। যাতে আবারো আপনার শিশুর মতো স্কুলে যেতে পারে সেই কামনাই করি। নিচের মোবাইল নাম্বারে যোগযোগ করুন। পিতাঃমকবুল হোসেন ফোন: 01943621829 ডাচ বাংলা হিসাব নং: 01943621829-9 পারসোনাল বিকাশ : 01766992514