বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রবিবার সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহন কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জলঢাকা সরকারী কলেজ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ফজলুল করিম , উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন প্রমুখ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জলঢাকা উপজেলায় মোট ৮৯টি কেন্দ্রের ৫৫৫টি বুথে ভোটগ্রহন করা হবে। ভোটগ্রহনের দায়িত্বে থাকবেন ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১১০ জন পোলিং অফিসার। মোট ১৭৫৪ জন ভোটগ্রহন কর্মকর্তা রবি ও সোমবার-এই দুইদিনের প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোটদান প্রক্রিয়া, প্রবীন ও প্রতিবন্ধিদের ভোটদানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবেন। উল্লেখ্য আগামী ১০মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৭টি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।