বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ফেন্সিডিলসহ আইনজীবীর সহকারী আটক

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১০৪ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে একজন আইনজীবী সহকারী রয়েছেন। বুধবার দিবাগত রাতে ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নীলফামারী শহরের থানাপাড়া এলাকার মৃত. অলিয়ার রহমানের ছেলে আইনজীবী সহকারী (মুহুরী) লিটন সরকার (৩৪) ও পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রিপাড়ার মহব্বত হোসেনের ছেলে সুমন ইসলাম (১৯) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়ায় মাদক কেনাবেচার সময় হাতেনাতে চার বোতল ফেনসিডিলসহ আটক করা হয় লিটন সরকারকে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে পঞ্চপুকুর ইউনিয়নে সুমনের বাড়িতে অভিযান পরিচালনা করে আরো একশত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল ইসলাম। ওসি আফজালুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা দিনাজপুর ও রংপুর জেলার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক নিয়ে এসে বিক্রি করে থাকেন এই এলাকায়। তাদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন, পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম উপস্থিত ছিলেন।