বিজ্ঞাপন দিন

নীলফামারীর ছয় উপজেলার প্রতিক বরাদ্দ সদরে বিনা প্রতিদন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারী) দুপরে নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি বিএনপির শরীক ২০ দলীয় দলের ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতিকের হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিল। বুধবার (২০ ফেব্রুয়ারী) জেলা রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা নির্বাচনে তিনটি পদের সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন । প্রতিক বরাদ্দকালে সদর উপজেলাপরিষদের চেয়ারম্যান পদে প্রতিদন্দি প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয় ঘোষণা করা হয় । ফয়েজ উদ্দিন তার মনোনয়ন প্রত্যাহার করায় কোন প্রতিদন্দি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ কে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম । দুইজন রিটার্নিং কর্মকর্তা তিনটি করে উপজেলার দায়িত্ব পালন করেন। সর্বশেষ মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ৩জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হলো নীলফামারীর সদরে একজন চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উদ্দিন ও ডিমলা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন সরকার ও সৈয়দপুর উপজেলায় আনোয়ার হোসেন প্রামানিক। অপর দিকে জেলা সদরে ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন। ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন। ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানে ২জন। জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যানপদে ২জন। কিশোরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান ৬জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দি দলীয় ও সতন্ত্র প্রতিক বরাদ্দ দেয়া হয় । প্রতিক বরাদ্দ দেন নীলফামারী সদর, ডোমার ও ডিমলা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম এবং জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।