বিজ্ঞাপন দিন

ডোমারে তহবিল গঠন ও ভিশনিং ওয়ার্কশপ আলোচনা সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি,মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ল্যাম্ব “শো” প্রকল্পের তহবিল গঠন ও (ভিশনিং ওয়ার্কশপ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় গোমনাতি ও বামুনিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র মাঠে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কারিগরী সহয়তায় ল্যাম্ব “শো” প্রকল্পের আয়োজনে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট ও গোমনাতি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে ও এফডব্লিউভি সাজেদা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফিল্ড কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম,এফপিআই ইব্রাহিম খলিল,ইউনিয়ন আ:লীগ সাধারন সম্পাদক রনজিৎ অধিকারী দিলীপ, সহকারী অধ্যাপক এটিএম মোস্তফা(লেবু),দেবেন্দ্রনাথ দেবু,ইউপি সদস্য কুতুব উদ্দিন,ইয়াছিন ইসলাম প্রমূখ। এসময় বক্তরা মা ও শিশু মৃত্যুর হার হ্রাস,নিরাপদ প্রসব সেবা চালু,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান তহবিল গঠন ও পরিকল্পনা প্রণয়ন করা সহ বিভিন্ন সচেতনমূলক বক্তব্য তুলে ধরেন।